আড়িয়ল বিলে মাহী বি চৌধুরীর পক্ষ থেকে মাছের পোনা অবমুক্ত করন

Taijul Islam Uzzal
  প্রকাশিত হয়েছেঃ  ০২:০৬ PM, ১৯ জুলাই ২০২০

তাইজুল ইসলাম উজ্জ্বল :

মুজিব শতবর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী আড়িয়ল বিলে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিকল্প ধারার মুখপাত্র মাহী বি চৌধুরীর পক্ষ থেকে বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি ও বিকল্পধারা বাংলাদেশের শিক্ষা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু মাছের পোনা অবমুক্ত করন করেছেন।শনিবার দুপুর ১২টায় আড়িয়ল বিলের শ্রীনগর ও সিরাজদীখান অংশের চিতারবান, তিনখালের মোড় ও সাগর দীঘির উম্মুক্ত পানিতে রুই, কাতলা,মৃগেল, কালিবাউশ, সরপুটি ও কার্ফুসহ ৩-৪ ইঞ্চি দৈর্ঘ্যের বিভিন্ন প্রজাতির প্রায় ত্রিশ হাজার মাছের পোনা অবমুক্ত করন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিকল্পধারার সভাপতি এটিএম রূহুল আমীন,যুবধারার কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম নিশি,এমপি মহোদয়ের পিএস (শ্রীনগর) গাজী শহীদুল্লাহ কামাল ঝিলু,কেন্দীয় যুবধারার সাবেক সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান, সিরাজদিখান বিকল্প ধারার সেক্রেটারি বজলুর রহমান বেপারী,যুবধারার কেন্দ্রীয় নেতা শেখ আব্দুল্লাহ আল মামুন, শ্রীনগর যুবধারার আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম- আহ্বায়ক আনোয়ার হোসেন,সিরাজদিখান যুবধারার সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ভূইঁয়া,সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন গণি।

আরো উপস্থিত ছিলেন কবির হোসেন মেম্বার,মোঃ আশরাফ, দুলাল সরদার, আমিনুল ইসলাম লিপু, হাফিজুর রশিদ খান,আরিফ হোসেন বেপারী,শেখ মহিউদ্দিন সায়েম,হাবিবুর রহমান বাবু,মিজানুর রহমান রিতু,আবদুল বাতেন স্বপন, আমিনুল ইসলাম আমিন, আজিম হোসেন ভুঁইয়া,মোঃ রতন, আল মামুন মোল্লা,শিহাব ভূইঁয়া,মোঃ শাহিন,তুহিন বেপারী প্রমুখ।

আপনার মতামত লিখুন :