কারাগারে লেখক মোশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগরে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে ও কারাগারে লেখক মোশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।শনিবার বেলা সাড়ে ১১ টায় শ্রীনগর প্রেস ক্লাবের সামনে ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে লেখক সহ সকলের মত প্রকাশের পথ মুক্ত করার আহবান জানিয়ে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে আটক লেখক মোশতাক আহমেদের মৃত্যু কোন ভাবেই মেনে নেওয়া যায়না। স্বাধীন দেশে আইনের এমন বেড়াজাল তৈরি করে মুক্ত চিন্তার পথ রুদ্ধ করা কোন ভাবেই কাম্য নয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুজিব রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিক্রমপুর সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি সুমন্ত রায়, সহ সভাপতি তাপস কুমার দাস, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, লেখক ও সাংস্কৃতিক কর্মী মেহেদী হাসান শাহবাৎ,আমির হাসান মিলন, উজ্জ্বল দত্ত,দেওয়ান আবুল হাশেম,শুভ্র সরকার,শাহ নেওয়াজ খান,সান্দ্র মোহন্ত,ইকবাল হোসেন বাবুল,তাইজুল ইসলাম উজ্জল, মোঃ হাসান প্রমুখ।