গজারিয়ায় ব্যক্তি উদ্যোগে সাড়ে ৩শ পরিবারকে নগদ অর্থ প্রদান করলেন আব্দুল হক মোল্লা

আমিরুল ইসলাম নয়ন : পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে মুন্সীগঞ্জের গজারিয়ায় অসহায় নিন্ম আয়ের সাড়ে ৩শ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করলেন জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট সমাজ সেবিকা ফারহানা আক্তার এ্যানী’র বাবা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল হক মোল্লা।
বৃহস্পতিবার বিকালে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে নতুন চরচাষী গ্রামের নিন্ম আয়ের পরিবারের মাঝে এ নগদ অর্থ প্রদান করেন আব্দুল হক মোল্লার পক্ষে তার ছোট ভাই আসন্ন ইউপি নির্বাচনে গুয়াগাছিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লা।
এই সময় নগদ অর্থ পেয়ে খুশি নতুন চরচাষী গ্রামের ভুক্তভোগীদের পরিবার তারা এই অর্থ পেয়ে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হক মোল্লার দীর্ঘ আয়ু দোয়া ও উত্তর উত্তর উন্নতি কামনা করেছেন।