চাঁদপুরে সিটি গ্রুপের ডিলারের উপর হামলা ও নগদ অর্থ লুট

মাসুদ রানা
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০০ AM, ১৭ জুলাই ২০২২

চাঁদপুরের বড়স্টেশন এলাকায় মেসার্স জিয়া এন্ড ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ওই প্রতিষ্ঠানের কর্ণধার ও সিটি গ্রুপের ডিলার হাজী সামছুল হক প্রধানীয়া (৬৭) নামের এক ব্যাক্তিকে মারধর করে তার অফিস ভাংচুর ও অফিসে থাকা নগদ অর্থ লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গত শুক্রবার রাত ৮টার দিকে চাঁদপুর সদর পৌরসভার ৭নং ওয়ার্ডের বড়স্টেশন মসজিদের সামনে এ ঘটনা ঘটে।এ ঘটনায় হাজী সামছুল হক প্রধানীয়া চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অপরদিকে এ ঘটনার পরপরই চাঁদপুর সদর মডেল থানার পুলিশ ও নতুন বাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে সামছুল হক প্রধানীয়ার পুত্র মোঃ খোকা প্রধানীয়া জানান, তার বাবা অফিসে একা বসে ছিলেন এসময় একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের অফিসের সামনে আসে।কোন কিছু বুঝে উঠার আগেই তারা আমার বাবাকে মারধর শুরু করে।মারধরের এক পর্যায়ে আমার বাবা জীবন বাচাতে সুন্দরবন আবাসিক বোর্ডিংয়ে আশ্রয় নিলে সেখানেও তারা আমার বাবার উপর হামলা চালায়।এসময় তারা অফিসের ড্রয়ারে থাকা প্রায় ৭লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।

সামছুল হক প্রধানীয়া জানান, স্থানীয় জুয়েল ও হাবিব সহ ৫০ থেকে ৬০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে আমার অফিসে অতর্কিত হামলা চালিয়ে আমাকে মারধর ও অফিস ভাংচুর করে অফিসের ড্রয়ারে থাকা নগদ অর্থ লুট করে নিয়ে গেছে।এতে আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হই।আমি চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশীদ জানান, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :