ফ্রান্সে নবী (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ভাগ্যকুলে মানববন্ধন

Taijul Islam Uzzal
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪১ PM, ৩০ অক্টোবর ২০২০

তাইজুল ইসলাম উজ্জ্বল : মহানবী হজরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শণ করার প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

শুক্রবার বাদ আছর উপজেলার ঢাকা-দোহার মহাসড়কের ভাগ্যকুল বালাশুর চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।আলোর কাফেলা ইসলামি যুবসমাজসহ স্থানীয় বেশ কয়েকটি সামাজিক সংগঠনের আয়োজনে ধর্মপ্রাণ মুসলমানরা এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

আলোর কাফেলা ইসলামি যুব সমাজের সভাপতি মুফতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলোর কাফেলা ইসলামি যুব সমাজের উপদেষ্টা মুফতি আশরাফ আলী, সহ-সভাপতি মাওলানা মইনুল হাসান, হাফেজ মাওলানা মুফতি তাজুল ইসলাম, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা শাহিদুল ইসলাম, মাওলানা হাসিবুর রহমান।

এতে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সামাজিক সংগঠন ইউনাইটেড বালার্কের তাইজুল ইসলাম উজ্জ্বল ও মিঠু সিকদার,সেইভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের রাকিব কাজী ও হাসান রহমান,গেয়ো বাংলা ফ্রেন্ডস মিডিয়ার মো: সোহেল আহাম্মেদ,শান্তির চেষ্টার মোঃ সালাউদ্দিন,বাগানবাড়ি ঐক্য সংগঠনের আমিনুল ইসলাম সজীব ও মোঃ রাসেল,ভাগ্যকুল স্কোয়াডের জামিরুল ইসলাম আদর,আদেভার স্টুডেন্ট’স এন্ড সোশাল ওয়েলফেয়ারের মুনসুর খান,নাগরনন্দী জাগ্রত যুব সংসদের হাসান সিকদার প্রমুখ।কর্মসূচীটির সঞ্চালনায় ছিলেন মুহা. আব্দুল কাইয়ুম।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের নবী মুহাম্মদ (সা:) কে নিয়ে ফ্রান্স যে ব্যঙ্গচিত্র (কার্টুন) প্রদর্শণ করেছে, তা অনতিবিলম্বে সরিয়ে বিশ্বের মুসলমানদের কাছে ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে হবে। কারণ বিশ্বের প্রায় দুইশো কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। প্রত্যেক মুমিন মুসলমান নবী মুহাম্মদ (সা:) কে জান-মাল, পিতা-মাতা-সন্তান থেকে বেশি ভালোবাসে।এ সময় বক্তারা মুসলমানদের ফ্রান্সের পন্য বর্জন করার ও আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :