ফ্রান্সে রাসুল (সা:) এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

Taijul Islam Uzzal
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৫ PM, ০৬ নভেম্বর ২০২০

তাইজুল ইসলাম উজ্জ্বল : ফ্রান্সে রাষ্ট্রীয় ভাবে মহানবী হজরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকাল ৩টায় উপজেলার আল-আমীন বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।ভাগ্যকুল ও বাঘড়া ইউনিয়নের তৌহিদী জনতার আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রায় একহাজার ধর্মপ্রাণ মুসলমানরা অংশ গ্রহণ করে প্রতিবাদ জানান।

রুদ্রপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাসনাইন সাহেব এর সভাপতিত্বে ও ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘরা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা জুনাইদ বিন হাতিম এর পরিচালনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন নলটেক মাদরাসার মুহতামিম মাওলানা ঈসমাইল, কাঁঠাল বাড়ী মাদ্রাসার মুহতামিমঃ মাওলানা হেলাল উদ্দিন, আল আমিন বাজার মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসেন, কামারগাও দারুণ নূর মাদ্রাসার মুহতামিমঃ মুফতি রিয়াজুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ শ্রীনগর এর সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, মুফতি মামুন বিন আব্দুর রহমান, মাওলানা ইব্রাহিম, মাওলানা রেজাউল করিম, মাওলানা ফিরোজ আলম, মুফতি তোফাজ্জল হক, মাওলানা রাকিবুল হাসান মোশাররফী, হাঃ মাওঃ তাজুল ইসলাম, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা আরিফ বিল্লাহ প্রমুখ।কর্মসূচীটির সঞ্চালনায় ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘরা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল কাইয়ুম ও বাঘড়া মাদরাসার শিক্ষক মাওলানা আনোয়ার শাহ।

এসময় বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ফ্রান্সে ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ রাষ্ট্রীয়ভাবে জানানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।

আপনার মতামত লিখুন :