বিক্রমপুর জাদুঘরকে শত বছরের পুরাতন তলোয়ার প্রদান

Taijul Islam Uzzal
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:২১ PM, ০৬ মে ২০২১

শ্রীনগর উপজেলার ভাগ্যকুলের জমিদার যদুনাথ রায়ের বাড়িতে অবস্থিত অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের বিক্রমপুর জাদুঘরে শত বছরের পুরাতন একটি তলোয়ার প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার বেলা ১২টায় ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের শ্রীনগর কেন্দ্রের সাধারণ সম্পাদক মুজিব রহমানের নিকট ঐতিহ্যবাহী তলোয়ারটি হস্তান্তর করেন ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামের মোঃ হারিজুর রহমান সরদারের পুত্র সাংবাদিক তাইজুল ইসলাম উজ্জ্বল।

ঐতিহ্যবাহী তলোয়ারটি’র পিতলের বাট ও লোহার ক্ষয় দেখে ধারণা করা হচ্ছে শত বছরের বেশি পুরাতন এ তলোয়ার টি।তাইজুল ইসলাম উজ্জ্বলের দাদা প্রয়াত বাবর আলী সরদার কে দোহার উপজেলার শিমুলিয়া এলাকা থেকে তাঁর এক ঘণিষ্ঠজন উপহার হিসেবে তলোয়ারটি দিয়েছিলেন৷ তাঁরা ধারণা করছেন তলোয়ারটি বান্দুরার কোনো এক জমিদারের হতে পারে৷তলোয়ার টি খুবি গুরুত্ব সহকারে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন মুজিব রহমান।এটি বিক্রমপুর জাদুঘরে দান করতে পেরে খুশি তাইজুল ইসলাম উজ্জ্বল ও তার পরিবার।

আপনার মতামত লিখুন :