বেড়ায় ইউএনও লাঞ্চিত হওয়ার প্রতিবাদে নারায়নগঞ্জে মানববন্ধন

পাবনার বেড়া উপজেলায় সরকারী দায়িত্ব পালন করার সময় ইউএনও আসিফ আনাম সিদ্দিকীকে বেড়া পৌর মেয়র আ: বাতেন লাঞ্চিত করার প্রতিবাদে নারায়নগঞ্জে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটায় নারায়নগঞ্জ কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে সত্যের বাতিঘর নামে একটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।এসময় উপস্থিত বক্তারা বলেন, বিধি সম্মত না হওয়ায় ইউএনও আসিফ আনাম সিদ্দিকী একটি বিষয়ে সিদ্ধান্ত না দেওয়ায় বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন উপজেলা পরিষদে সভা চলাকালে তাকে লাঞ্চিত করেছেন এটি খুব ন্যক্কার জনক। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। এবং দৃষ্টান্তমূলক আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
এসময় উপস্থিত ছিলেন সত্যের বাতিঘর সংগঠনের সভাপতি মো: কবির, সাধারণ সম্পাদক আলম মিয়া, সহ-সভাপতি মো: হোসেন, সদস্য মো: উজ্জ্বল, মো: আলাল সহ স্থানীয় ব্যক্তিবর্গ।