ভাগ্যকুলের ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থের মোড়ক উন্মোচন

আজ শনিবার সকাল ১১ টায় ‘ভাগ্যকুলের ইতিহাস ও ঐহিত্য’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলাস্থ ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রে৷
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের সভাপতি মাকসুদ আলম ডাবলু, শিমুলিয়া গ্রুপের চেয়ারম্যান খান নজরুল ইসলাম হান্নান, গাজী কাওছার, শাহনেওয়াজ খান সানু, পারভেজ করীর, মামুন কবীর, জিএম খালিদ, এড মেহেদী হাসান শাহবাৎ, মোস্তাফিজুর রহমান জিতু, আব্দুর রহমান, আবু তাহের ফারুকী, এটিএম মাসুদ, মিজানুর রহমান পাঠান, মোঃ জানে আলম, রিয়াজুল ইসলাম লাভলু, সাইদুল ইসলাম বাবু, নাসির খান, শ্যামল সাহা, মোহাম্মদ আলীম, রেজাউল করিম রণি, তাইজুল ইসলাম উজ্জ্বল, জহিরুল ইসলাম মিশু, সুদীপ্ত সাহা বাঁধন, অনির্বান আচার্য, আসাদুজ্জামান, শাওন খান, রোহিত কবির, সুজন হাওলাদার, নাজমুল হক কাজল, রাকিবুল ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গ৷ বইটি লিখেছেন পাঠাগারের সভাপতি মুজিব রহমান ও প্রচ্ছদ-অলঙ্করণ করেছেন শিল্পী ও ঔপন্যাসিক সোহেল রিয়াজুল৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠাগারের সাধারণ সম্পাদক আব্দুর রহমান৷ বইটি ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র থেকে প্রকাশিত হয়৷ এবছর প্রকর্ষ’ প্রকাশের পরে এটি তাদের দ্বিতীয় প্রকাশনা। দর্শ ফর্মার অর্থাৎ ১৬০ পৃষ্ঠার পেপারব্যাক বইটির মূল্য রাখা হয়েছে ২৫০/- টাকা, কমিশন বাদ দিলে ২০০/- টাকায় কিনতে পারবেন পাঠকগণ। অনুষ্ঠানস্থল থেকেই ৫০ কপি বই বিক্রি হয়৷ লেখক বলেন, ‘একটি ইউনিয়নের ইতিহাস গ্রন্থ প্রকাশ করা সহজ ছিল না। বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে ২০২১ সালেই আমাদের দ্বিতীয় প্রকাশনা আমাদের জন্য আরেকটি অর্জন। সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি’।