ভাগ্যকুলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী একুল খানের নির্বাচনী জনসভা

শ্রীনগর উপজেলার আসন্ন ৮নং ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম খান একুলের টেবিল ফ্যান প্রতীকের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার রাত ৮টার দিকে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ধোপা বাড়ি সংলগ্ন মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম খান একুল।এ সময় প্রবীন প্রার্থী শহিদুল ইসলাম খান একুল উপস্থিত এলাকাবাসীর কাছে তার টেবিল ফ্যান মার্কায় ভোট কামনা করেন।
আনোয়ার সারেং এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মেহবুব কবির, তানভীর ইসলাম খান, মোঃ ইয়াসিন বেপারী, চঞ্চল আকন, আব্দুল বাতেন, রিংকু হাওলাদার, আনোয়ার সারেং, মুজিবুর সারেং, আসলাম হোসেন খোকন, মিঠু মেম্বার, কাউসার খান, মুসলেম শরিফ, মোঃ কাসেম, তানভীর আল মাসুদ প্রমুখ।
বক্তারা আগামী ১১ নভেম্বর আসন্ন ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম খান একুলকে জয়ী করার লক্ষ্যে তার টেবিল ফ্যান প্রতীককে সমর্থন দেন।