ভাগ্যকুল ইউনিয়নে আ’লীগের দলীয় মনোনয়ন পেলেন কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাগ্যকুল ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের দলিয় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ।কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ এর আগেও পরপর দুবার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।এবার ও তিনি তার বিজয়ী হওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী।
গত বারের নির্বাচনে ও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দলিয় মনোনয়ন পেয়েছিলেন।
রোববার রাতে ঢাকার ধানমন্ডি দলীয় কার্য়ালয় থেকে চুড়ান্ত এই চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
এতে ভাগ্যকুল ইউনিয়ন ছাড়াও শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নের দলিয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
দলীয় মনোনয়নের বিষয়ে ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাতির জনকের কন্যা দেশরত্ন শেখ হাসিনা আমাকে মার্কা দিয়েছে।এতে আমি তার প্রতি কৃতজ্ঞ।আমি বাংলাদেশ আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাবো।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার মার্কা নৌকায় ভোট দেয়ার জন্য ভাগ্যকুল ইউনিয়ন বাসির প্রতি আহ্বান জানান তিনি।