ভাগ্যকুল পোষ্ট অফিসের নিজস্ব ভবন নির্মাণের দাবি এলাকাবাসীর

তাইজুল ইসলাম উজ্জ্বল
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৫৫ PM, ১২ অক্টোবর ২০২১

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল পোষ্ট অফিসের নিজস্ব ভবন নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।এলাকাবাসী অভিযোগ করে বলেন, গত ২০১৭ সালের মে মাসে আকস্মিক ঝরের কবলে বিধ্বস্ত হয়ে ধংশস্তুপে পরিনত হয় ভাগ্যকুল পোষ্ট অফিসের ঘরটি।পরবর্তী সময়ে পোষ্ট অফিসের কার্যক্রম পরিচালনার জন্য ভাগ্যকুল ভূমি অফিসের মালিকানাধীন হরেন্দ্রলাল রায়ের বৈঠক খানাতে জরাজীর্ণ একটি কক্ষ অস্থায়ীভাবে নিয়ে পোষ্ট অফিসের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।বর্তমানে ভাগ্যকুল পোষ্ট অফিসের নিজস্ব কোন ভবন নেই।

পোষ্ট অফিসটি ঝরে বিধ্বস্ত হওয়ার পর কেটে গেছে ৪বছরেরও বেশি সময়।এর মধ্যে ঝরে বিধ্বস্ত পোষ্ট অফিসের ঘরটি সংস্কার করা বা নতুন ভবন নির্মাণ না করায় এলাকাবাসীর মনে প্রশ্ন দেখা দিয়েছে।এলাকাবাসী প্রশ্ন তুলেছে এক সময়ের জনসাধারণের নিরাপদ যোগাযোগের মাধ্যম ভাগ্যকুল পোষ্ট অফিস টি দেখার কি কেউ নেই?

সরজমিনে গিয়ে দেখা যায় ঝরে বিধ্বস্ত পোষ্ট অফিসের ঘরের টিন, কাঠের কিছু অংশ মাটিতে পরে আছে যা কিছুদিন পরে হয়তো আর খুজেই পাওয়া যাবে না।কারন অফিসের কাঠ ও টিনের বেশিরভাগ অংশই চুরি হয়ে গেছে।অস্থায়ী পোষ্ট অফিসে গিয়ে দেখা যায় খুবি জরাজীর্ণ পরিবেশে চলছে ডাকের কার্যক্রম।একসাথে ৪-৫জন মানুষও অবস্থান করতে পারবে না সেখানে।বসার জন্য নেই খুব ভালো চেয়ারটেবিলেরও ব্যবস্থা।ভাগ্যকুল পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার মো: বদরুল আলম দিপু দুঃখ করে বলেন ভালোভাবে সার্ভিস প্রদানের জন্য ডাকঘরের নিজস্ব একটি ভবনের খুবি প্রয়োজন।

ভাগ্যকুলের স্থানীয় একজন ব্যাক্তি আব্দুর রহমান জানান, ভাগ্যকুল পোষ্টঅফিস মুন্সীগঞ্জ জেলার মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী ও প্রাচীন একটি পোষ্টঅফিস।পোষ্টঅফিসের পুরাতন ঘরটি কালের বিবর্তনে বিনষ্টপ্রায়।পোষ্টঅফিসের নিজস্ব মালিকানাধীন জমি থাকলেও নতুন ভবন নির্মানের কোন উদ্যোগ দেখা যায়নি।এলাকাবাসীও দীর্ঘদিন ধরে ভবন বরাদ্দ করে নতুন পোষ্টঅফিস ভবন নির্মানের দাবী জানিয়ে আসছে।

ভাগ্যকুলের স্থানীয় আরেক ব্যাক্তি মুজিব রহমান জানান, ভাগ্যকুলের জমিদারদের দ্বারা হাসপাতাল ও স্কুলের সঙ্গে সঙ্গে একটি ডাকঘর স্থাপন করা হয়েছিল। পোস্ট অফিসের ঘর ও পোস্ট মাস্টারের থাকার ঘর রায় বাবুগণ নিজ ব্যয়ে উত্তোলন করেছিলেন। পরবর্তীতে পোস্ট অফিসের সাথে একটি তার বিভাগও যুক্ত হয়েছিল।সেই টিনের তৈরি পোস্ট অফিস ঘরটি ২০১৭ সালের এক ঝড়ে ভেঙ্গে গেলে তা পরিত্যাক্তই পড়ে থাকে।দীর্ঘদিন উন্মুক্ত পড়ে থেকে টিন-কাঠ লোপাট হয়।ভাগ্যকুল ডাকঘরটি মুন্সিগঞ্জ জেলার অন্যতম কর্মব্যস্ত ডাকঘর ছিল।এখানে মানুষের বিপুল পরিমাণ আমানত রয়েছে।প্রচুর মানুষ সঞ্চয়পত্র করতো।ডাকঘরের স্থানটি এখনো ফাঁকা পড়ে রয়েছে। অনতিবিলম্বে এখানে একটি ভবন নির্মাণ করে বিভিন্ন সেবা চালু করা দরকার।ভাগ্যকুল ডাকঘরটি আমাদের ঐতিহ্য, একে রক্ষা করা দরকার।

নিজস্ব ভবন নির্মাণের বিষয়ে নারায়নগঞ্জ পশ্চিম উপবিভাগের পোষ্ট অফিস পরিদর্শক মোঃ হজরত আলির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পোষ্ট অফিসের ভবন নির্মাণের বিষয়ে আমাদের উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে।সরকার কোন প্রকল্প গ্রহণ করলে তখন ভাগ্যকুল পোষ্ট অফিসের নিজস্ব ভবন নির্মাণ করা হবে।

আপনার মতামত লিখুন :