মুন্সীগঞ্জে কুরআন প্রতিযোগিতা

মহান ভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে সবুজ কুঁড়ি বাংলাদেশের উদ্যোগে মুন্সীগঞ্জে শিশুদের কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জ সদরের সিপাহীপাড়া কা.ক মসজিদ বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার বিকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠক ও ব্যবসায়ী মো: সাইফুর রহমান। এতে সবুজ কুঁড়ি বাংলাদেশ কেন্দ্রিয় কমিটির সভাপতি মাহবুব আলম জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দেওসার সরকারী প্রাথমিক বিদ্যায়ের সভাপতি মো: শামীম হাসান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠক মো: আওলাদ হোসেন, সবুজ কুঁড়ি বাংলাদেশের সহ-সভাপতি মো: আব্দুর রহমান নাঈম, সাংগঠনিক সম্পাদক মো: ফরহাদ হোসেন বাবু, নির্বাহী সদস্য জহিরুল ইসলাম শিপলু, মো: সবুজ হোসেন, মো: শাহাদাত হোসেন সীমান্ত, মো: আনিছুর রহমান ও আহাদ প্রমুখ।
পরে ৩ টি বিভাগে ৯ জন বিজয়ীকে সনদ,আল কুরআন বিতরণ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।