শ্রীনগরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার সমষপুর আন্ডার পাসের সামনে অজ্ঞাত এক নারীর (৪৭) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাঁসাড়া হাইওয়ে পুলিশ ঘটনা স্থলে এসে লাশটি উদ্ধার করেন। ওই নারীর পরিচয় এখনও জানা যায়নি।
এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. বাহারুল জানান, লাশটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। তদন্ত অব্যাহত আছে।