শ্রীনগরে আন্ত ইউনিয়ন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৫১ PM, ২৯ মার্চ ২০২২

মুন্সীগঞ্জের শ্রীনগরে আন্ত ইউনিয়ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।গত রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের মাইজপাড়া খেলার মাঠে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বালাশুর বৌবাজার শাখার আয়োজনে এসব অনুষ্ঠিত হয়।আয়োজনের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এবং গীতা থেকে পাঠ করা হয়।পরবর্তীতে সমবেত কণ্ঠে শপথ পাঠ ও জাতীয় সংগীত গাওয়া হয়।এর পর শিশু, অবিভাবক যুব এবং প্রবীনদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং যুব ও প্রবীনদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।শেষে পুরষ্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) শ্রীনগর এর এরিয়া ম্যানেজার মোঃ হাবিবুর রহমান, ষোলঘর এ.কে.এস.কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান রিটন, রাঢ়ীখাল ইউনিয়নের প্রবীন কমিটির সভাপতি আঃ হাকিম শিকদার।এছাড়াও উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা, প্রোগ্রাম অফিসার, সমাজ উন্নয়ন কর্মকর্তা, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক, শিক্ষক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।উক্ত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগীতা করেন ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন :