শ্রীনগরে আল-কোরআন সহিহ-শুদ্ধভাবে পাঠ করায় সনদ প্রদান

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে পরিবেশবাদী সংগঠন সবুজ কুঁড়ি বাংলাদেশের পক্ষ থেকে আল-কোরআন সহিহ-শুদ্ধভাবে পাঠ করায় সনদ প্রদান করা হয়েছে।শনিবার সকাল ১০টায় উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা মারকাজুল উলুম মাদ্রাসার ৫জন ছাত্রের মাঝে এ সনদ প্রদান করা হয়।সবুজ কুঁড়ি বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শ্রীনগর উপজেলা শাখা এ কর্মসূচী পালন করে।
সবুজ কুঁড়ি বাংলাদেশ শ্রীনগর উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম বাবু’র সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবুজ কুঁড়ি বাংলাদেশ শ্রীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম উজ্জ্বল, মান্দ্রা মারকাজুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আলি, মান্দ্রা মারকাজুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা কাওসার আহাম্মেদ, সবুজ কুঁড়ি বাংলাদেশ শ্রীনগর উপজেলা শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক শামিম সরদার প্রমুখ।