শ্রীনগরে জাতীয় শোকদিবসে দোয়া ও গনভোজ অনুষ্ঠিত

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে দোয়া ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুর ২টায় উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন ইয়াং মার্কেটে দোয়া ও গনভোজ অনুষ্ঠিত হয়।এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল।
ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ও ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মামুন কবিরের সার্বিক ব্যবস্থাপনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল-মামুন, সাধারণ সম্পাদক নেছার উল্লাহ্ সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন শিকদার, আওয়ামী লীগ নেতা জুয়েল সরদার, যুবলীগ নেতা জিএম খালিদ, জানে আলম, রিয়াজুল ইসলাম লাভলু, রিদয়, ভাগ্যকুল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাজাহান, সাধারন সম্পাদক রুহুল প্রমুখ।