শ্রীনগরে দূর্গা পূজার শেষসময়ের প্রস্তুতি পরিদর্শনে ইউএনও এবং ওসি

তাইজুল ইসলাম উজ্জ্বল
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০৫ AM, ১১ অক্টোবর ২০২১

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকায় দূর্গা পূজার মন্ডপের শেষসময়ের প্রস্তুতি পরিদর্শন করেছেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ ও শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়েতুল ইসলাম ভূঞা।

রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বা‌ড়ৈখালী রাজবংশী হা‌টি সার্বজনীন পূজা মন্ডব,
শিবরামপুর স‌ার্বজনীন দূর্গাপূজা ম‌ন্দির,কন্টকপুর ম‌নিপাড়া কালী ম‌ন্দির,খাহ্রা সাহাপাড়া দূর্গাবাড়ী ম‌ন্দির,খাহ্রা ব‌ণিকবাড়ী পূজা মন্দির,খাহ্রা কবিরাজ বাড়ী ম‌ন্দির,শ্রী শ্রী সার্বজনীন রক্ষাকালী ও দূর্গা ম‌ন্দির, হাসাড়া পা‌লের বাড়ী মন্দির পরিদর্শন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মোদক, শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্ত, শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাধারণ সম্পাদক সুমন দাস, শ্রীনগর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায়, শ্রীনগর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অনিল বিশ্বাস,শ্রীনগর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি রনজিৎ মল্লিক সহ বিভিন্ন পূজা মণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

দূর্গা পূজার শেষসময়ের প্রস্তুতি পরিদর্শন শেষে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ জানান প্রস্তুতি সন্তোষজনক।তবে সকলকে সতর্কতা অবলম্বন ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা উদযাপনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :