শ্রীনগরে পানিতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণের মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন মো. রাকিব (২০) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণের মৃত্যু হয়েছে।বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালী এলাকায় এ ঘটনা ঘটে।রাকিব ষোলঘরের ভূইচিত্র গ্রামের গিয়াসউদ্দিন ভূইয়ার পুত্র।
স্থানীয়রা জানায়, রাকিব কেয়টখালী তার বড় বোনের বাড়িতে যায়।
দিনের কোন সময় রাকিব বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মারা যায়।ষোলঘর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য আব্দুল হালিম খান সুমন বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী রাকিব সাঁতার জানতো না।পানিতে ডুবে তার মৃত্যু হয়।