শ্রীনগরে ফেমাস জেনারেল হাসপাতালের অক্সিজেন ব্যাংকের উদ্বোধন

তাইজুল ইসলাম উজ্জ্বল : মুন্সীগঞ্জের শ্রীনগরে করোনায় আক্রান্ত রোগীদের জরুরি প্রয়োজনে সেবা দিতে ফেমাস জেনারেল হাসপাতালের অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে।ফেমাস জেনারেল হাসপাতালের হট লাইন নাম্বারে (০১৭১৭-৮৯৭১২৬) ফোন করলেই বিনামূল্যে অক্সিজেন নিয়ে পৌঁছে যাবে হাসপাতালের কর্মীরা।শনিবার সকালে ফেমাস জেনারেল হাসপাতালে এই অক্সিজেন সেবা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ মুহাম্মদ রেজাউল হকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ার কবীর।
ফেমাস জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম আমিনের সার্বিক সহযোগিতায় ও এটিও মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।