শ্রীনগরে বালাশুর প্লাটুনের ‘বিক্রমপুর পিঠা উৎসব’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩৯ PM, ২১ জানুয়ারী ২০২৩

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিক্রমপুর পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার দিনব্যাপী উপজেলার রাড়িখাল ইউনিয়নের যদুনাথ রায়ের বাড়ির বিক্রমপুর জাদুঘর মাঠ প্রাঙ্গণে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।বালাশুর প্লাটুন আয়োজিত পিঠা উৎসবে মোট ২০টি স্টলে বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠার প্রদর্শনী ও কেনা বেচা করা হয়।

এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্মকমিশনের সাবেক সচিব আখতারী মমতাজ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা ডাঃ মোজাহেরুল হক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু, সিরাজদীখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, রাঢ়িখাল ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী, ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম খান একুল, পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ্ খান মুন, রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রেজওয়ান ঢালী, সাধারণ সম্পাদক মো. হানিফ বেপারী, শ্রীনগর উপজেলা ছাত্রীলগের সভাপতি মো. শাওন খান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাৎ হোসেন পলাশ, শ্রীনগর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম লিমন, বালাশুর প্লাটুনের সভাপতি শাখাওয়াত হোসেন শাহাদাত, জেলা যুব মহিলা লীগ নেত্রী আঁখি শাহিন, শাহাদাৎ হোসেন আকাশ ছাড়াও দূরদুরান্ত থেকে বিভিন্ন শ্রেণি পেশার অসংখ্য দর্শনার্থী এতে উপস্থিত হয়।দিন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পিঠা উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ ইলিয়াস খান।পিঠা উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো রেডিও বিক্রমপুর, মুন্সিগঞ্জ টুডে ও বিক্রমপুর প্রতিদিন অনলাইন নিউজ পোর্টাল।

আপনার মতামত লিখুন :