শ্রীনগরে বিনামূল্যে চক্ষু সেবা ও ঔষধ বিতরণ

শ্রীনগরে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিনামূল্যে চক্ষু সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।সামাজিক সংগঠন শান্তির চেষ্টার উদ্যোগে ও উদীয়মান যুব সমাজ কল্যান সংঘের আয়োজনে বৃহস্পতিবার উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সিয়া এলাকায় এ চিকিৎসা সেবার কার্যক্রম অনুষ্ঠিত হয়।দিনব্যাপী ২৬৩জন নারী পুরুষ ও শিশুদের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা ও ঔষধ বিতরণ করা হয়।চিকিৎসা সেবায় ছিলো শ্রীনগর উপজেলার বালাশুর চৌরাস্তার হিরা পান্না হাসপাতাল।
সামাজিক সংগঠন শান্তির চেষ্টা’র সভাপতি মোঃ সালাউদ্দিন এর সভাপতিত্বে ও উদীয়মান যুব সমাজ কল্যান সংঘের সভাপতি ওমর ফারুক বাবু, সাধারণ সম্পাদক মোঃ হিলারী শেখের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন হিরা পান্না হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাজেদুল ইসলাম, হসপিটাল ইনচার্জ শামসুল আলম, হসপিটাল ক্যাম্প অর্গানাইজার সবুজ মোল্লা, মোঃ হাবিবুর রহমান উজ্জল, মোঃ শরিফুল ইসলাম সাজু, আনজাম মাসুূদ লিটন মেম্বার,মোঃ ইমরান হোসেন মানিক, মোঃ রাজা প্রমুখ।