শ্রীনগরে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ভাগ্যকুলের একুল খান চূড়ান্ত

আসন্ন ইউপি নির্বাচনে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ৮নং ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম একুল খানের মনোনয়নপত্র চূড়ান্ত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা পরিষদের সংশ্লিষ্ট রিটানিং অফিসার একুল খানের মনোনয়ন পত্রটি চূড়ান্ত বলে ঘোষনা দেন।
ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের প্রবীন চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম একুল খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ইউপি নির্বাচনে আনারস প্রতীকের জন্য আবেদন করেছেন।
জানা যায়, ভাগ্যকুল ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ভোটার ২৪ হাজার ৮৯৭ জন।এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৬৭৪ জন ও নারী ভোটার ১২ হাজার ২২৩ জন।মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি।আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।