শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে আর্থিক জরিমানা

আরিফুল ইসলাম শ্যামল
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৪ PM, ২২ অক্টোবর ২০২১

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ও বাঘড়া এলাকায় মৎস্য অভিযানে ৪টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা, ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল ও ১০ কেজি মা ইলিশ আটক করা হয়েছে।

শুক্রবার বিকাল থেকে রাত ৮ পর্যন্ত এই মৎস্য অভিযান চালানো হয়। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ জেলের প্রত্যেককে ৫ হাজা করে জরিমানার মোট ২০ হাজার টাকা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। এ সময় শ্রীনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক ও আনাসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক জানান, আটককৃত নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। ইলিশ মাছ এতিম খানায় বিতরণ করা হয়েছে। মৎস্য অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :