শ্রীনগরে রুসদী উচ্চ বিদ্যালয় নির্বাচনে প্রথম হয়েছেন মঈম কমল

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২৮ PM, ২৫ জুলাই ২০২২

মুন্সীগঞ্জের শ্রীনগরে তন্তর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী রুসদী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে আব্দুল মঈম কমল (এলএলবি, অনার্স) ১নং ব্যালট নিয়ে ভোটের প্রতিযোগীতায় প্রথম হয়েছেন।তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৩১৭।

গেলো শনিবার সকাল ১০ টায় ভোট গ্রহন শুরু হয়। অভিভাবক সদস্য পদে মোট ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।দাতা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২ জন প্রার্থী।বিদ্যালয়ের ৫৯৮ জন অভিভাবক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।ভোটের লড়াইয়ে যথাক্রমে আব্দুল মঈম কমল (১নং ব্যালট ৩১৭ ভোট), ফরহাদ হোসেন পেল্টু (২নং ব্যালট ২৭৭ ভোট), মাহাবুবুর রহমান হারুন (৬নং ব্যালট ২৭১ ভোট) ও সোহেল সেজাল (৮নং ব্যালট ২৬৬ ভোট) বিজয়ী হন। এছাড়াও মিন্টু কুমার দাস (৩নং ব্যালট ১৭৪ ভোট), মিজানুর রহমান (৪নং ব্যালট ১১১ ভোট), আনোয়ার হোসেন হৃদয় (৫নং ব্যালট ১৬৯ ভোট) ও শফিকুল ইসলাম মিঠু (৭নং ব্যালট ২১৪ ভোট) পান। অপরদিকে মোট ৩৫ জন দাতা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এতে ১৮ ভোট পেয়ে বিজয়ী হন আব্দুল কুদ্দুস শেখ। দাতা সদস্য প্রার্থী মো. আশাদুজ্জামান পান ১৭ ভোট।ওই দিন বিকালে ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার ও শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ প্রাপ্ত ফলাফল ঘোষনা করেন।

আপনার মতামত লিখুন :