শ্রীনগরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মোট ৭৭ টি পূজা মণ্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে

তাইজুল ইসলাম উজ্জ্বল
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:২৪ PM, ৩০ সেপ্টেম্বর ২০২১

আসন্ন শারদীয় দূর্গা পুজা উদযাপনের উপলক্ষে শ্রীনগর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার শ্রীনগর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

এবছর শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৭৭ টি পূজা মণ্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে মর্মে সভায় জানানো হয়।সভায় সুষ্ঠুভাবে পূজার উৎসব পালনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি, অগ্নি-দুর্ঘটনা, মণ্ডপে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা। স্বাস্থ্যবিধি প্রতিপালন, নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ, নিরাপত্তা পরিকল্পনা, ইউনিয়ন পরিষদের সম্পৃক্ততা, অবৈধ মোটরসাইকেল নিয়ন্ত্রণ, বিশৃংখল কিশোরদের নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা, প্রতিমা বিসর্জন প্রভূতি বিষয়ের গুরুত্ব সহ বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালনের বিষয়ে সবাই একমত পোষণ করেন।

শ্রীনগর উপজেলা নির্বাহি অফিসার প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন,শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিষ্টার মো. সজিব আহমেদ,শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঞা,র্যাব-১১ এর প্রতিনিধি, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাহফুজ রিবেন,বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি বলরাম বাহাদুর,শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্ত, শ্রীনগর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায়।

এছাড়াও ৭৭টি মন্দিরের পূজা মণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :