শ্রীনগরে স্যার জগদীশ চন্দ্র বসুর নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে গনস্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:২৯ PM, ০২ জানুয়ারী ২০২২

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখালে বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর পৈত্রিক ভিটায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ২দিন ব্যাপী গনস্বাক্ষর কার্যক্রম শেষ হয়েছে।রবিবার বিকাল ৪টায় এ গনস্বাক্ষর কার্যক্রম শেষ হয়।এর আগে শনিবার সকাল ৯টায় স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ গেইটে সাদা ক্যানভাসে গনস্বাক্ষর কার্যক্রম শুরু হয়।মুন্সীগঞ্জের শ্রীনগর-লৌহজং ও ঢাকার দোহার উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরাম এ কর্মসূচীর আয়োজন করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত প্রতি জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন।তার প্রতিশ্রুতি বাস্তবায়নে মুন্সীগঞ্জ জেলার বিশ্ববিদ্যালয়টি যেন এখানে প্রতিষ্ঠা করা হয় এই দাবীর সাথে একাত্নতা প্রকাশ করে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ২হাজার মানুষ এই কর্মসূচীতে গনস্বাক্ষর করেন।

প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্ট’স ফোরামের পক্ষ থেকে বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর পৈত্রিক ভিটায় যাতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় এর জোর দাবীর সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয়।

আপনার মতামত লিখুন :