শ্রীনগরে হাইওয়ে থানার বিট পুলিশিং কার্যক্রম শুরু

আরিফুল ইসলাম শ্যামল
  প্রকাশিত হয়েছেঃ  ০২:১৪ PM, ৩০ সেপ্টেম্বর ২০২১

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” শ্লোগানকে সামনে রেখে, মুন্সীগঞ্জের শ্রীনগরে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের আয়োজনে বিট পুলিংশিং কার্যক্রম শুরু হয়েছে।বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টার দিকে মহাসড়ক সংলগ্ন শ্রীনগর উপজেলার দোগাছি বাজারে বিট পুলিশিং কার্যক্রম উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. বাহারুল সোহাগ। এ সময় বিভিন্ন পরিবহনের চালক, শ্রমিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাইওয়ে থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সার্জেন্ট মো. বাহারুল সোহাগ বলেন, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও মহাসড়কে চুরি- ছিনতাই, যানবাহনের অতিরিক্ত গতি ও দুর্ঘটনা রোধে হাইওয়ে হাইওয়ে পুলিশ কাজ করছেন। তিনি আরো বলেন, থ্রি হুইলার যানবাহন সড়কের সার্ভিস লেন ব্যবহার করতে পারবে। ঝুঁকিপূর্ণ এসব যানবাহন নিয়ে কোনভাবেই মহাসড়কের হাইওয়ে লেনেগুলোতে প্রবেশ করতে নিষেধ করেন। এ সময় তিনি সকলের কাছে সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন :