শ্রীনগরে ১২১ ভোট পেলো নৌকার প্রার্থী, বাজেয়াপ্ত হচ্ছে জামানত

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪৩ PM, ১২ নভেম্বর ২০২১

মুন্সীগঞ্জের শ্রীনগরে আটপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট প্রাপ্ত ভোট ৯হাজার ৯৫৪জন।যার মধ্যে নৌকা প্রতিকের প্রার্থী মোঃ রকিবুল হাসান পেয়েছে মাত্র ১২১ভোট। জামানত রক্ষায় প্রয়োজন ছিলো মোট ভোটের ১২শতাংশ অর্থাৎ ১হাজার ১৯৪ভোট।অর্থাৎ ১২শতাংশের চেয়ে কম ভোট পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হচ্ছে নৌকা প্রতীকের প্রার্থীর।একই ইউনিয়নে ১৬৫ভোট পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী শফিকুল হোসেনেরও জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, নির্বাচনে আটপাড়ায় ৪প্রার্থীর মধ্যে ৫হাজার ৬৩২ভোট পেয়ে নির্বাচিত হয়েছে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ ফজলুল রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আইয়ুব খান(আনারস) পেয়েছে ৩হাজার ৯০৮ভোট।

এবিষয়ে শ্রীনগর উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম জানান, নিয়ম অনুযায়ী মোট ভোটের ১২শতাংশ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করার নিয়ম। কোন প্রার্থী যদি ১২শতাংশ ভোট না পেয়ে থাকে তবে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দ্বিতীয় ধাপে শ্রীনগর উপজেলার মোট ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টিতে স্বতন্ত্র ও ৫টিতে জয় পেয়েছে আওয়ামীলীগের প্রার্থী।স্বতন্ত্র নির্বাচিত ৯জনের মধ্যে ৭জন নৌকার বিদ্রোহী প্রার্থী ছিলেন।

আপনার মতামত লিখুন :