শ্রীনগরে ১৪ ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩৮ PM, ১২ নভেম্বর ২০২১

শ্রীনগরে ১৪টি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু অবাধ ও নিরপক্ষভাবে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। ৫ টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জয়লাভ করেন। বাকি ৯টি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হন।

জানা যায়, বাড়ৈখালীতে ফারুক হোসেন (নৌকা), ষোলঘরে আজিজুল ইসলাম (নৌকা), ভাগ্যকুলে কাজী মনোয়ার হোসেন শাহাদাত (নৌকা), রাঢ়িখালে আব্দুল বারেক খান বারী নৌকা) ও পাটাভোগে হামিদুল্লাহ খান মুন (নৌকা), কুকুটিয়ায় স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেন বাবু (আনারস), বীরতারায় গাজী শহিদুল ইসলাম ঝিলু (আনারস), হাঁসাড়ায় স্বতস্ত্র প্রার্থী সোলায়মান খাঁন (আনারস), বাঘড়ায় স্বতন্ত্র প্রার্থী আবু আল নাসের তানজিল টেলিফোন), কোলাপাড়ায় স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম বাবু (আনারস), আটপাড়ায় স্বতন্ত্র প্রার্থী ফজলুর রহমান (চশমা), তন্তরে স্বতন্ত্র প্রার্থী আলী আকবর (আনারস), শ্যামসিদ্ধিতে স্বতন্ত্র প্রার্থী জিএস নাজির হোসেন (আনারস) ও শ্রীনগর সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম (আনারস)।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপের অনুষ্ঠিত ইউপি নির্বাচনে শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে মোট ৫৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। ৪২টি সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্ব›িদ্বতা করেন ১২৪ নারী প্রার্থী। ১২৬টি ওয়ার্ডের জন্য সাধারণ সদস্য পদে প্রতিদ্ব›িদ্বতা করেন ৪১৮ জন মেম্বার পদপ্রার্থী। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশ ১৪টি ইউনিয়নের মোট ১২৮টি কেন্দ্রে ভোটাররা তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট কেন্দ্রগুলোতে পুরুষ ভোটার থেকে নারী ভোটারের উপস্থিতি ছিল অনেকাংশে বেশী।

আপনার মতামত লিখুন :