শ্রীনগরে ৩টি প্রতিষ্ঠান কে ২৯হাজার টাকা জরিমানা

তাইজুল ইসলাম উজ্জ্বল
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২১ AM, ০৭ ফেব্রুয়ারী ২০২২

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা শাখার অভিযানে ৩টি প্রতিষ্ঠান কে আর্থিক জরিমানা করা হয়েছে।

রবিবার দুপুরে শ্রীনগর উপজেলার বাড়ৈখালি বাজারে অভিযান পরিচালনা করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষ।এসময় বি.বাড়িয়া বেকারি কে খাবারে এমোনিয়া মিশানো, খাদ্যের মোড়কে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা ও অত্যন্ত নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুত করার অপরাধে ২৫হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময় শ্রীনগর উপজেলার হাসাড়া বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা শাখার সহকারী পরিচালক আসিফ আল আজাদ।অভিযানে জারিফা মেডিসিন কর্ণারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করার অপরাধে ৩হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়াও মান ফার্মা এন্ড জেনারেল স্টোরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করার অপরাধে ১হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও অভিযানে সহযোগিতা করেছে ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।

আপনার মতামত লিখুন :