শ্রীনগরে ৬০কেজি জাটকা জব্দ

শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬০কেজি জাটকা মাছ জব্দ করা হয়েছে।মঙ্গলবার বিকালে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের আল-আমিন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার।অভিযানে জাটকা মাছ বিক্রির অপরাধে ৪জেলেকে সর্বমোট ১৯হাজার টাকা জরিমানা করা হয়।এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, র্যাব-১১ ভাগ্যকুল ক্যাম্পের অধিনায়ক আবুল সালেহ,স্থানীয় ইউপি সদস্য আঃ সামাদ সহ আল-আমিন বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।পরে জব্দ কৃত জাটকা মাছ শ্রীনগর উপজেলার মধ্যে অবস্থিত ৫টি এতিমখানায় বিতরণ করা হয়।