আমি আশা করি “দীপ্ত বার্তা” সমাজের দর্পণ হিসেবে ভূমিকা পালন করবে

newsdesk
  প্রকাশিত হয়েছেঃ  ০২:২০ PM, ২৩ জুন ২০২০

আমি বিশ্বাস করি অপসাংবাদিকতা রোধ ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনায় ‘দীপ্ত বার্তা’ অনলাইন পত্রিকাটি হবে সম্পূর্ণ দল নিরপেক্ষ ও গণমানুষের কন্ঠস্বর। পত্রিকাটির প্রধান সম্পাদক তরুণ সমাজ সেবক তাইজুল ইসলাম উজ্জ্বল শ্রীনগর উপজেলার একজন অন্যতম সাংবাদিক হিসাবে পরিচিত বিধায় তার হাত ধরে নতুন ধারার পত্রিকাটি ভিন্ন দৃষ্টি ভঙ্গি নিয়ে গণমানুষের কাছে সত্য ও নিরপেক্ষ বার্তা পৌঁছে দেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

পত্রিকা হচ্ছে একটি সমাজের প্রতিচ্ছবি, তাই যেকোন পত্রিকার বৈশিষ্ট্য হবে বস্তুনিষ্ট ও নিরপেক্ষ। থাকতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। যারা সাংবাদিকতার সাথে সম্পৃক্ত তাদের মধ্যে থাকতে হবে ঐক্য। এমন সব লিখনী ও বিষয়বস্তু উপস্থাপন করতে হবে যা মানুষ ও সমাজকে সচেতন করে তুলবে। তাই আমি আশা করি “দীপ্ত বার্তা” সমাজের দর্পণ হিসেবে ভূমিকা পালন করবে। ‘দীপ্ত বার্তা’ অনলাইন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করি।

মোঃ সালাউদ্দিন/প্রতিষ্ঠাতা সভাপতি, শান্তির চেষ্টা/সভাপতি,আল-ইসরা ইসলামিক একাডেমী গভর্নিং বডি।

আপনার মতামত লিখুন :