করোনা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এইচএসসি পরীক্ষা হবে না: শিক্ষামন্ত্রী

newsdesk
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:১৮ PM, ২১ জুন ২০২০

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে চিন্তিত। কাজেই করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে না। যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, তাদের কলেজে ভর্তি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সংকট কাটলে ভর্তির ব্যবস্থা হবে।

আজ শনিবার (২০ জুন ২০২০) বিকেলে ভার্চুয়াল মাধ্যমে শিক্ষকদের অনলাইনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন,পরীক্ষা-ভর্তি সব মিলিয়ে বিশাল কর্মযজ্ঞ। এর সঙ্গে জড়িত বিশাল সংখ্যক মানুষের স্বাস্থ্যকে আমরা ঝুঁকির মুখে ফেলতে পারি না। কাজেই এ মুহূর্তে কোনোভাবেই আমরা বলতে পারছি না যে, এইচএসসি পরীক্ষা কবে নাগাদ নেওয়া সম্ভব। যখন আমাদের এ পরীক্ষা নেওয়ার মতো স্বাস্থ্যঝুঁকিবিহীন পরিবেশ তৈরি হবে, আমরা তখনই কেবল পরীক্ষাটি নিতে পারব।

আপনার মতামত লিখুন :