আগামী দিনগুলোর জন্য দীপ্ত বার্তাকে আমার শুভেচ্ছা ও শুভকামনা

দীপ্ত বার্তা শব্দটি শুনলে মনে হয় এটি বোধহয় কেবল নগর জীবন নিয়ে ব্যাপ্ত, আসলে কিন্তু তা নয়। সমাজ,রাজনীতি শিল্প, সাহিত্য, ঐতিহ্য, ইতিহাস এবং নিশ্চিতভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সবকিছুই দীপ্ত বার্তা অত্যন্ত সুন্দরভাবে প্রচার করবে।
সৃজনশীলতার প্রকাশ হিসাবে দীপ্ত বার্তা নানাধরনের আলোচনা অনুষ্ঠান নির্মাণ করবে, নানান বিষয়ে সাময়িকীও প্রকাশ করবে। আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে এই পরিবারের সঙ্গে আমি সম্পৃক্ত। দীপ্ত বার্তার সঙ্গে এ সংযোগটাকে আমি অত্যন্ত মূল্যবান বলে মনে করি।
আগামী দিনগুলোর জন্য দীপ্ত বার্তাকে আমার শুভেচ্ছা ও শুভকামনা। আমি মনে করি পত্রিকাটি তার নান্দনিকতা, তার বস্তুনিষ্ঠতা, তার সৃজনশীলতা দিয়ে আগামী দিনগুলোতে গ্রামীণ জনগোষ্ঠীর এবং বাংলাদেশের জন্য আরো বহু অবদান রাখবে।আমি দীপ্ত বার্তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।
তথ্য প্রযুক্তি পেশাজীবী ও সমাজ কর্মী