এক ঘরে মায়ের অন্য ঘরে ছেলের লাশ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নিজ বাড়িতে মা ও ছেলে খুন হয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার সোনাইকুন্ডি গ্রামে পাশাপাশি দুটি ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন উপজেলার সোনাইকুন্ডি গ্রামের ছানোয়ার খাতুন (৪৮) ও তার ছেলে রাজ (৮)।
পুলিশ জানায়, খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। রবিবার রাতের কোনো এক সময় তাদেরকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। ময়না তদন্তের জন্য লাশ দুটি কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ওই নারীর গলায় ফাঁস লাগানোর চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমির বিরোধে অথবা নারীঘটিত কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তদন্ত করে দ্রুত খুনীদের আইনের আওতায় আনা হবে।