চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১হাজার কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ

মাসুদ রানা, চাঁদপুর প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:২০ PM, ১৯ অগাস্ট ২০২২

চাঁদপুর কোস্ট গার্ডের অভিযানে আনুমানিক ১ হাজার কেজি জেলি পুশকৃত চিংড়ি মাছ জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৯ আগষ্ট ২০২২) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকির গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ১এক টার সময় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বি এম তানজিমুল ইসলাম এর নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের হরিণা ও আলুবাজার ফেরিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে খুলনা থেকে চট্টগ্রামগামী একটি বাস তল্লাসি করে আনুমানিক ১ হাজার কেজি (২৫ মন) বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এ সময় বাসে জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও বলেন, পরবর্তীতে চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এবং স্টেশন কমান্ডার চাঁদপুর লেফটেন্যান্ট বি এম তানজিমুল ইসলাম এর উপস্থিতিতে জব্দকৃত বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।

আপনার মতামত লিখুন :