ভাগ্যকুলে গাঁজাসহ পাকের আলি গ্রেফতার

মুন্সীগঞ্জের শ্রীনগরে র্যাব-১০ এর অভিযানে ১৭০ গ্রাম গাঁজা সহ মোঃ জাহাঙ্গীর কাজী (৪০) ওরফে পাকের আলি নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ভাগ্যকুলের জনতা ব্যাংক সংলগ্ন বিসমিল্লাহ স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি ইউনিয়নের পূর্ব কামাড়গাও এলাকার ফজল কাজীর ছেলে।
র্যাব-১০ এর এক প্রেরিত বার্তা থেকে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ১৭০ গ্রাম গাঁজা সহ মোঃ জাহাঙ্গীর কাজীকে গ্রেফতার করে।আটককৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৩হাজার টাকা।আসামীর বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।