শ্রীনগরের ১৪ ইউনিয়নে শেষ হয়েছে স্মার্ট কার্ড বিতরণ

Taijul Islam Uzzal
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৮ PM, ১৮ জানুয়ারী ২০২১

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে চলছে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের কার্ড বিতরণ কার্যক্রম।এ কার্যক্রম গত ৫ জানুয়ারী থেকে শুরু করে ১৮ জানুয়ারি শেষ হয়েছে।২০১৯ সালের হালনাগাদকৃত ভােটারদের মধ্যে এ স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলছে।

শ্রীনগর উপজেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, ২০১৯ সালের হালনাগাদকৃত ভােটার হয়েছে ২০ হাজার ২৮৭ জন।এর মধ্যে শ্রীনগর ইউনিয়নের ১৫৯৯ জনের স্মার্ট কার্ড বিতরণ ০৫ জানুয়ারী করা হয়,ষোলঘর ইউনিয়নের ১৬০২জনের স্মার্ট কার্ড বিতরণ ০৬ জানুয়ারি করা হয়,পাটাভোগ ইউনিয়নের ১০৭২জনের স্মার্ট কার্ড বিতরণ ০৭ জানুয়ারি করা হয়।শ্যামসিদ্ধি ইউনিয়নের ১২৬৮জনের স্মার্ট কার্ড বিতরণ ০৮ জানুয়ারি করা হয়,রাঢ়ীখাল ইউনিয়নের ২০৮২জনের স্মার্ট কার্ড বিতরণ ০৯ জানুয়ারি করা হয়,কোলাপাড়া ইউনিয়নের ১১৯০জনের স্মার্ট কার্ড বিতরণ ১০ জানুয়ারি করা হয়,ভাগ্যকুল ইউনিয়নের ১৯৫১জনের স্মার্ট কার্ড বিতরণ ১১জানুয়ারি করা হয়,বাঘড়া ইউনিয়নের ১৮৯৬জনের স্মার্ট কার্ড বিতরণ ১২জানুয়ারি করা হয়,কুকুটিয়া ইউনিয়নের ১৪৫২জনের স্মার্ট কার্ড বিতরণ ১৩ জানুয়ারি করা হয়,তন্তর ইউনিয়নের ১০৫৭জনের স্মার্ট কার্ড বিতরণ ১৪ জানুয়ারি করা হয়,বীরতারা ইউনিয়নের ১০৩৮জনের স্মার্ট কার্ড বিতরণ ১৫ জানুয়ারি করা হয়,আটপাড়া ইউনিয়নের ১০০০জনের স্মার্ট কার্ড বিতরণ ১৬ জানুয়ারি করা হয়,হাঁসাড়া ইউনিয়নের ১৬১১জনের স্মার্ট কার্ড বিতরণ ১৭জানুয়ারি করা হয়,বাড়ৈইখালী ইউনিয়নের ১৪৬৯জনের স্মার্ট কার্ড বিতরণ ১৮জানুয়ারি করা হয়।

সকল ভােটাররা তাদের নিজ নিজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা
পর্যন্ত এই স্মার্ট কার্ড সংগ্রহ করে।

এ বিষয়ে শ্রীনগর উপজেলা নির্বাচন কর্মকতা রফিকুল ইসলাম জানান, যাঁরা ২০১৯সালে ভোটার তালিকায় হালনাগাদ করেছিল এবং হালনাগাদ তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছিল তাদের কে স্মার্ট কার্ড প্রদান করা হচ্ছে।শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে এটা ০৫ জানুয়ারী শুরু হয়েছে এবং ১৮জানুয়ারি শেষ হবে।এখানে যারা স্মার্ট কার্ড সংগ্রহ করতে ব্যর্থ হবে তারা শ্রীনগর উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে আগামী ২০জানুয়ারি থেকে সংগ্রহ করতে পারবে সারা বছর ব্যাপী।

আপনার মতামত লিখুন :