শ্রীনগরে গাঁজার আস্তানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মুন্সীগঞ্জের শ্রীনগরে গাঁজার আস্তানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।মঙ্গলবার বিকালে উপজেলার আটপাড়া ইউনিয়নের সিংপাড়া বেলতলী এলাকায় মাজারের ওরশ শরীফে গাঁজার আস্তানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ।এসময় গাজা সেবন ও গাজা সহ ৮জন কে গ্রেফতার করা হয়।এদের মধ্যে পান্নু (৫৯),মোঃ জাহাঙ্গীর(৫৭), আকিব(৩০) নামের ৩জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।এছাড়াও মোঃ মুন্না (২১), শ্রাবন আহমেদ(২২), বাপ্পি আলম (২২), মোঃ স্বপন (৩৫), ফারহান মাহতাব (২৩) নামের আরও ৫ জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এ সময় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা শাখার পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা।শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে সিংপাড়া মাজারের ওরশ শরীফের মাঠের আস্তানায় অভিযান পরিচালনা করা হয়েছে।এধরনের অভিযান তাদের অব্যাহত থাকবে।