শ্রীনগরে গ্রামীণফোন সেন্টারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:১৮ PM, ০৫ ডিসেম্বর ২০২১

জনগণের দোরগোড়ায় গ্রামীণ ফোনের কাঙ্খিত সেবা পৌছে দেয়ার লক্ষ্যে মুন্সীগঞ্জের শ্রীনগর সদরের প্রাণকেন্দ্রে আরও একটি গ্রামীণ ফোন সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।রবিবার দুপুরে শ্রীনগর সদরের জমজম টাওয়ারে সেবামূলক এ সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের কাস্টমার এক্সপেরিয়েন্স এন্ড সার্ভিসের হেড অফ আওলাদ হোসেন, গ্রামীণফোনের রিটেইল হেড অফ মোঃ কামরুল আলম সরকার, গ্রামীণফোনের ঢাকা সার্কেলের রিটেইল হেড মুক্তাদিরুর রহমান, গ্রামীণফোনের ঢাকা সার্ভিসের রিজিওনাল হেড শাহ্ মোহাম্মদ ইব্রাহিম আজাদ, গ্রামীণফোনের ঢাকা দক্ষিণের এরিয়া ম্যানেজার তরিকুল ইসলাম, গ্রামীণফোনের রিটেইল চ্যানেল ম্যানেজার মাসুম হায়দার, মুন্সীগঞ্জ শ্রীনগরের টেরিটরি ম্যানেজার নুরুল হুদা, গ্রামীণফোন সেন্টার শ্রীনগরের পার্টনার গাজী সালাউদ্দীন লিটন, গ্রামীণফোন সেন্টার শ্রীনগরের ম্যানেজার মোঃ আসাদুজ্জামান, গ্রামীণফোন সেন্টার শ্রীনগরের কাস্টমার ম্যানেজার রনি হোসাইন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রথমে ফিতা কাটেন পরে অতিথিদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কেক কাটা হয়।

এসময় গ্রামীণফোন সেন্টার শ্রীনগরের পার্টনার গাজী সালাউদ্দীন লিটন জানান, অধিকতর সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই শ্রীনগরে গ্রামীণফোনের এই সেবাকেন্দ্র চালু করা হয়েছে।গ্রামীণফোন সেন্টার শ্রীনগর থেকে গ্রাহকরা সিম, হ্যান্ডসেট, মডেম, রাউটার, ইন্টারনেট ও ডিজিটাল প্রোডাক্টসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।যা এই সমগ্র এলাকার মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে সহযোগী হবে।

আপনার মতামত লিখুন :