শ্রীনগরে ভূমিদস্যুতার প্রতিবাদ ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৩২ PM, ২৮ অক্টোবর ২০২২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভূমিদস্যুতার প্রতিবাদ ও সঙ্গবদ্ধ ভূমিদস্যুদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।শুক্রবার বেলা ১০টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের আল আমিন বাজারে শ্রীনগর-দোহার সড়কে স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধন করে।এতে অংশনেয় ভূমি বেদখলের কবলে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী সহ স্থানীয় শতাধিক লোকজন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে জানান, ভাগ্যকূল ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও সহযোগী হাবিবুর রহমান মাসুদ নামের দুই ব্যাক্তি দীর্ঘদিন যাবৎ জমি বেচাকেনার কাজ করে আসছে।সম্প্রতি তারা সঙ্গবদ্ধ চক্র গড়ে তুলে ভূয়া কাগজপত্র বানিয়ে এলাকায় একের পর এক ব্যাক্তির জমি জবরদখল ও বেদখল করে চলেছে।এতে ভুক্তভোগী হচ্ছে অনেক সাধারণ মানুষ।বিশেষ করে কম সামর্থ্যবান মানুষের জমি দখলে নিচ্ছে চক্রটি।জমি দখলের জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারা।এবিষয়ে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা প্রশাসনসহ উর্ধতন কতৃপক্ষের কাছে সুবিচার দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন মোড়ল, ভুক্তভোগী ফরেস মোড়ল, বারেক মোড়ল, রাজ্জাক মোড়ল, আব্দুল মালেক, নুরল হক প্রমুখ।

আপনার মতামত লিখুন :