সফলতার সর্বোচ্চ সিঁড়িতে পদার্পণ করবে “দীপ্ত বার্তা” এমনটাই প্রত্যাশা

ইকবাল মজুমদার তৌহিদ
দীপ্ত মানে আলোকিত। বাংলাদেশে ‘দীপ্ত বার্তা ডটকম’ নিয়ে এসেছে এমন একটি অবয়ব যাতে আছে নতুন বাংলাদেশের গন্ধ, নতুন উন্মাদনা এবং জগতের শ্রেষ্ঠ বাঙালির আসনটিকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়।
নতুন এই অনলাইন গনমাধ্যমটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার হাতিয়ার হয়ে কাজ করবে এমনটাই প্রত্যাশা সকলের। নতুন অনলাইন অনেক বেরিয়েছে, এতগুলো বেরিয়েছে যে সবগুলোর নাম মনে রাখা দুষ্কর। তবে এদের মাঝে গনমাধ্যমের আদর্শের জায়গায় ঠিক থেকে সফলতার সর্বোচ্চ সিঁড়িতে পদার্পণ করবে “দীপ্ত বার্তা” এমনটাই প্রত্যাশা রইলো।
ইকবাল মজুমদার তৌহিদ/স্টাফ রিপোর্টার (রাজনীতিক প্রতিবেদক)/দৈনিক নয়া দিগন্ত