জয়পুরহাটে বিষপানে প্রেমিক-প্রেমিকার মৃত্যু

জয়পুরহাট (প্রতিনিধি)
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৫৪ PM, ০৯ এপ্রিল ২০২৪

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার খাঁড়িতা গ্রামে প্রেমিক-প্রেমিকা বিষপানে আত্মহত্যার চেষ্টায় প্রেমিক মারা যাওয়ার পর প্রেমিকাও মারা গেছে।

সোমবার (৮ এপ্রিল) দিবাগত ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) এ প্রেমিকার মৃত্যু হয়। এরআগে সোমবার ভোরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রেমিক মুরাদ শেখ (১৭) মারা যায়। গত ৪ এপ্রিল নিজ নিজ বাড়িতে তারা বিষপান করে।

প্রেমিক মুরাদ শেখ (১৭) উপজেলার খাঁড়িতা গ্রামের দোলন শেখের ছেলে এবং তাজমিন আক্তার (১৫) একই গ্রামের তোজাম হোসেনের মেয়ে। মুরাদ গতবছর অর্থাৎ ২০২৩ বড়তারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। অপরদিকে তাজমিন আক্তার বাঁকিলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা বলছেন, মুরাদের সঙ্গে একই গ্রামের তাজমিন আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। তাদের প্রেমের সম্পর্ক দুই পরিবারের মধ্যে জানাজানি হলে তাদের সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানান দুই পরিবার। এরপর দুজন সিদ্ধান্ত নিয়ে গত ৪ এপ্রিল নিজ নিজ বাড়িতে বিষপান করে। পরে তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর তারা বাড়ি ফিরে আসে।

গত ৭ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে মুরাদ আবার অসুস্থ হয়ে পড়লে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। মুরাদের পরিবার ঈদের পর মুরাদকে মালয়েশিয়া পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল বলে জানাগেছে।

প্রেমিক মারা যাওয়ার খবরে প্রেমিকা তাজমিন আক্তারও পরে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘন্টার ব্যবধানে রাতে তারও মৃত্যু হয়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, প্রেম ঘটিত কারণে প্রেমিক-প্রেমিকা বিষপান করেছে। প্রেমিক মুরাদ মারা গেছে। তবে প্রেমিকা তাজমিন এর লাশ এখনো বাড়ি না পৌছায় আইন গত ব্যবস্থা কি হবে সেটি জানানো যাচ্ছে না।

আপনার মতামত লিখুন :