শ্রীনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে তন্তর ইউনিয়ন চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৩৮ AM, ২৪ মে ২০২২

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) বালক-২০২২’র ফাইনাল খেলায় তন্তর ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হয়েছে।রবিবার বিকালে উপজেলার ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ফাইনাল খেলায় তন্তর ইউনিয়ন পরিষদ একাদশ বনাম কোলাপাড়া ইউনিয়ন পরিষদ একাদশ অংশগ্রহন করে।তুমুল প্রতিযোগীতাপূর্ণ খেলায় তন্তর ইউনিয়ন পরিষদ ১-০ গোলে কোলাপাড়া ইউনিয়ন পরিষদকে পরাজিত করে।তন্তর টীমের হয়ে গোলটি করেন মো. আরাফত। তিনি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন।তন্তর টীমের মো. সিয়াম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ, ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম, তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে গত ১৬ মে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টটির উদ্বোধনি খেলা অনুষ্ঠিত হয়।নক আউট সিস্টেমে এ খেলায় উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ অংগ্রহন করে।খেলা শেষে বিজয়ী দলকে তন্তর ইউপি চেয়ারম্যান আলী আকবর অভিনন্দন ও শুভকামনা জানান।

আপনার মতামত লিখুন :