শ্রীনগরে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ডিসি মো. মনিরুজ্জামান তালুকদার

Taijul Islam Uzzal
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৮ PM, ২৫ জুলাই ২০২০

শ্রীনগরে বন্যা কবলিত এলাকা পরির্দশন করেছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মনিরুজ্জামান তালুকদার। শনিবার দুপুরের দিকে উপজেলার ভাগ্যকুল বাজার সংলগ্ন পদ্মা নদীর তীরবর্তী বেরি বাঁধ রক্ষা কাজের অগ্রগতি দেখেন।

এছাড়াও ঢাকা-শ্রীনগর-দোহার সড়কের বাঘড়া, আল-আমিন বাজার, জুশুরগাঁও, কয়কীর্ত্তণসহ বন্যায় প্লাবিত সড়কটির বিভিন্ন স্থান পরির্দশন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন। পরে ভাগ্যকুল ও বাঘড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ডিসি মো. মনিরুজ্জামান তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার, শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ, মুন্সীগঞ্জ জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা মো. কুদ্দুস বুলবুল, শ্রীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, বাঘড়া ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, শ্রীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায় কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আবু রেজওয়ান, স্থানীয় ইউপি সদস্য পারভেছ কবির, আব্দুস সামাদ, রতন সাহা ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

আপনার মতামত লিখুন :