চাঁদপুরে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মাসুদ রানা, চাঁদপুর প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:১০ PM, ১৯ অগাস্ট ২০২২

১৯ আগস্ট শুক্রবার বিকাল ৫ টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে, জেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আজ এক সপ্তাহ যাবৎ আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খাই যে পরিমাণ খাদ্যদ্রব্যের দাম বেরেছে এছাড়া উপায় নেই, সময় এসেছে বাংলাদেশ সেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা থাকবে রাজ পথে আর সাধারণ জনগণ থাকবে গণভবনের সামনে। এক মন্ত্রী বলে খেলা হবে, আমি বলতে চাই প্লেয়ার কোথায় খালেদা জিয়ার সাথে খেলার? মৃত্যুর আগে অনেকেই অনেক কথা বলে আমরা এগুলো আমলে নেইনা।

তিনি আরও বলেন, যখনি আন্দোলনের ডাক হবে তখনই ঝাপিয়ে পড়তে হবে, প্রয়োজনে রাজপথ রক্তে রাংগিয়ে দিয়ে হলেও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো।

জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি হযরত আলী ঢালীর সভাপতিত্বে, সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের সঞ্চালনায়

আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড সলিম উল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, সহ সভাপতি সেলিমুস সালাম সেলিম, শহর বিএনপির সাধারণ সম্পাদক এড হারুনর রশীদ,জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সলেমান ঢালী, যুগ্ম আহবায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, লিটন সরকার, মাসুদুর রহমান মাঝি, কামরুজ্জামান হাসনাত, সামছুল আলম সূর্য, সামসুল আরেফিন, অলি আহমেদ চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, শেখ হাসিনা সিন্ডিকেট দুর্বিষহ সৃষ্টি করেছে। আগামীতে শেখ হাসিনার কোন আইন চলবেনা, আগামীতে চলবে বেগম খালেদা জিয়ার আইন।

আলোচনা সভার পূর্বে জেলা বিএনপি কার্যালয়ের সামনে চাঁদপুর জেলা ও সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়নের সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হন।

আপনার মতামত লিখুন :