জেলা পরিষদ নির্বাচন: ৫ নং ওয়ার্ডে ক্লিন ইমেজ নিয়ে সবার থেকে এগিয়ে সাদি

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫১ PM, ১৫ অক্টোবর ২০২২

জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে মুন্সীগঞ্জ সদরে হাড্ডাহাড্ডি লড়াই হবে তিন প্রার্থীর মধ্যে। সদর উপজেলা হচ্ছে ৫ নং ওয়ার্ড। এ ওয়ার্ডে তিনজন প্রার্থী এ নির্বাচনে লড়াই করছেন। তীব্র প্রতিদ্বন্ধিতা মুলক নির্বাচন হচ্ছে এবার। জেলার ৬ টি উপজেলার মধ্যে সদরের নির্বাচনের দিকে এবার সবার নজর রয়েছে। এখানে বিজয়ের মালা কার গলায় আসে তা দেখার জন্য অপেক্ষা করছেন সবাই। এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হয়ে নির্বাচনী মোড় ঘুরিয়ে দিয়েছেন তারুণ্যের প্রতীক দৈনিক রজত রেখা পত্রিকার নির্বাহী সম্পাদক মাহমুদুল হাসান সাদি। তিনি হচ্ছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফসার উদ্দিন ভুইয়ার মেঝো ছেলে।

মাহমুদুল হাসান সাদি প্রার্থী হওয়ার কারণে এখানে নির্বাচনী হাওয়া জমজমাট হয়ে উঠেছে বলে এখানকার ভোটাররা অভিমত প্রকাশ করেছেন।মাহমুদুল হাসান সাদি প্রার্থী হওয়ায় শেষ মুহূর্তে অপর প্রার্থীদের ঘুম অনেকটাই উবে গেছে। সাদির প্রতীক হচ্ছে হাতি। ইতোমধ্যে ভোটারদের মন কাড়তে সক্ষম হয়েছেন সাদি। ক্লিন ইমেজ নিয়ে জনপ্রিয়তায় সবার থেকে এগিয়ে রয়েছেন তিনি। এখানকার প্রার্থীরা ভোটারদের মন জয় করতে দিনরাত গণসংযোগ করছেন। এ নির্বাচনে ভোটারদের কদরও বেড়েছে অনেক। প্রার্থীরা সবাই এখন ছুটছেন ভোটাদের কাছে। ভোটারদের ভাগে আনতে নানা রকমের কৌশল অবলম্বন করছেন তারা। কতিপয় প্রার্থী নির্বাচনে বিজয়ের লক্ষ্যে নেতাদের দরবারেও ছুটাছুটি করছেন।

সাদি ছাড়াও অপর প্রার্থীরা হচ্ছেন চরকেওয়ার ইউপির সাবেক চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান জীবন (তালা) ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. আরিফুর রহমান (টিউবওয়েল)।

আগামী সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদের নির্বাচন। এদিন সদর উপজেলা পরিষদের হলরুমে ভোট গ্রহণ করা হবে। এখানে এবার ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এখানে একটানা ভোট গ্রহণ করা হবে। এখানে মোট ভোটার হচ্ছেন ১৪৪ জন। এরমধ্যে পুরুষ ১০৯ জন ও নারী ভোটার ৩৫ জন।

আপনার মতামত লিখুন :