স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অসহায় পরিবার মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:২৬ AM, ০৮ এপ্রিল ২০২৪

মুন্সীগঞ্জের উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ“আমরা আছি আপনার পাশে ” এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে মানবিক সংগঠন ঈদ সামগ্রী বিতরণ করেছেন।গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মালিরপাথর গ্রামে দ্বিতীয় বারের মত প্রায় ৫০ জন স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন মানবিক সংগঠন। ঈদ সামগ্রী হলো, বনফুল সেমাই,কারচি সেমাই, দুধ,চিনি, কিসমিসি, চিপস,খুরমাএই সময় উপস্থিত ছিলেন, মালিরপাথর যুব সমাজের সাধারণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান রনি, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ তানজিল ভুইঁয়া,দপ্তর সম্পাদক মোঃ অন্তুু দেওয়ান, ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ রমজান দেওয়ান, কালেকশন বিষয়ক সম্পাদক রবিউল হোসেনসহ আরও অনেকেই।

সংগঠনের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রনি বলেন, কবরস্থানে মৃত ব্যক্তির গোসল করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সংগঠনের প্রতিটি সদস্য, সিনিয়র সদস্য মন্ডলী ও শুভাকাঙ্ক্ষীরা প্রতি বছর এই ঈদকে সামনে রেখে নানান কর্মসূচি পালন করে থাকেন। যার অংশ হিসেবে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়।উক্ত সংগঠনের সিনিয়র সদস্য জাবেদ দেওয়ান বলেন, আমরা সব সময় চর্চা করি এই সমাজ তথা দেশের ভালোর জন্য কাজ করার। এমন করে যদি সমাজের প্রতিটি মানুষ এগিয়ে আসে তাদের আশেপাশে যারা অসহায় রয়েছে ঐ সকল মানুষ গুলোর কথা চিন্তা করে তাহলেই সম্ভব একটি মানবিক গ্রাম তথা মানবিক সমাজ গড়ার। যেখানে থাকবে না কোন বৈষম্য।

আপনার মতামত লিখুন :