শ্রীনগরে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গত শুক্রবার বিকাল ৩টায় শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে হাজী রফিকুল ইসলাম ডালু সভাপতি ও রঞ্জিত কুমার মল্লিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্মেলনের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি মো. মহসিন মাখন।
শ্রীনগর উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সামসুল আলমের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এমপি, মুন্সীগঞ্জ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এইচএম সাইফুল ইসলাম ফিরোজ, সহ-সভাপতি এবি সিদ্দিকুর রহমান প্রমুখ।
এ সময় উপজেলা কৃষকলীগ ও বিভিন্ন ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।